April 16, 2024
Breaking News

অনুব্রত মন্ডলকে নোটিস পাঠাল আয়কর দফতর

📝নিজস্ব সংবাদদাতা, Todays Story: তৃণমূলের বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মন্ডলকে নোটিস পাঠাল আয়কর দফতর। শুক্রবার এই নোটিস পাঠানো হয়েছে অনুব্রতর ৪ আত্মীয়কেও। হিসাব বহির্ভূত সম্পত্তির অভিযোগেই এই নোটিস দেওয়া হয়েছে বলে আয়কর দফতর সূত্রে খবর। ১ সপ্তাহের মধ্যেই ওই নোটিসের উত্তর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে অনুব্রত এবং তাঁর ৪ আত্মীয়কে। আয়কর দফতরের দাবি বীরভূমের এই তৃণমূল নেতার হিসাববহির্ভূত সম্পত্তি রয়েছে আসানসোল, পুরুলিয়া এবং বাকুড়াতেও। সেব্যাপারেই অনুব্রত এবং তাঁর চার আত্মীয়ের জবাব তলব করা হয়েছে। প্রসঙ্গত, আগামী ২৯ এপ্রিল অষ্টম দফায় ভোট বীরভূমে। বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত ও তাঁর ৪ আত্মীয়কে নোটিসের জবাব দিতে হবে ৩০ এপ্রিলের মধ্যে।

বুধবারই বোলপুরের বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায় অনুব্রতর নিরাপত্তা রক্ষীদের সম্পত্তির পরিমাণ নিয়ে প্রশ্ন তুলেছিলেন। এমনকি ২ মে রাজ্যে ভোটের ফল প্রকাশের পর এব্যাপারে বিশেষ তদন্ত দল গঠন করে তদন্তের হুঁশিয়ারিও দেন অনির্বাণ। বোলপুরে গত বুধবার এ নিয়ে সাংবাদিক বৈঠক করেন অনির্বাণ। সেখানেই অনুব্রতর দুই নিরাপত্তা রক্ষী চিন্ময় চট্টোপাধ্যায় এবং সাইগেল হোসেনের বিপুল সম্পত্তি নিয়ে প্রশ্ন প্রশ্ন তোলেন বোলপুরের এই বিজেপি প্রার্থী।

error: Content is protected !!