February 26, 2024

‘আর মাত্র কয়েকঘণ্টা…’ দেবের পোস্ট ঘিরে হইচই, বড় সিদ্ধান্ত নিতে চলেছেন সাংসদ ?

নিজস্ব সংবাদদাতা, Todays Story: বুধবার হঠাৎ দেবের পোস্ট ঘিরে হইচই । বেশ কয়েকদিন ধরেই দেবের রাজনৈতিক অবস্থান নিয়ে নানারকম জল্পনা চলছে । এমনকী, রাজনীতি থেকে খুব শীঘ্রই বিদায় নিতে পারেন দেব, সেই গুঞ্জনও ছড়িয়েছে । এরই মধ্যে বুধবার সংসদ ভবন থেকে একটি ছবি পোস্ট করে সেই জল্পনা আরও উসকে দিলেন সাংসদ দীপক অধিকারী ।বুধবার নিজের ইনস্টাগ্রামে একটি স্টোরি শেয়ার করেছেন দেব । সংসদ ভবনের ভিতরের একটি ছবি । সামনে রয়েছে একটি স্ক্রিন, একটি মাইক, লেখা দীপক অধিকারী । ছবি শেয়ার করে একটি ‘হার্ট’ ইমোজি দিয়ে দেব লিখেছেন, ‘আর কয়েক ঘণ্টা’। দেবের লেখা এই কয়েক শব্দেই তুঙ্গে জল্পনা । পোস্ট দেখে অনেকের মনেই তৈরি হচ্ছে নানা প্রশ্ন

error: Content is protected !!