April 16, 2024
Breaking News

আসামে জোড়া ভুমিকম্প

📝ইন্দ্রনীল দত্ত,শিলচর, আসাম,Todays Story:এমনিতেই করোনা আতংক। তারমধেই মংলবার ভোরের দিকে ভুমিকম্পে কাপল আসামের দুটি জেলার বেশ কিছু অঞ্চল।। তবে এর প্রাবল্য খুবই কম ছিল। গুয়াহাটি আই এম ডি আবহাওয়া অফিসের অধ্যক্ষ জানান, রিখটার স্কেলে প্রথম ভুমিকম্পের মাত্রা ছিল ৪.৪। কেন্দ্রস্থল গুয়াহাটি থেকে ৪৪ কিলোমিটার দুরে। দ্বিতীয় ভুমিকম্প যেটিব হয়েছে তা রিখটার স্কেলে মাত্রা ছিল ৪.২। কেন্দ্রস্থল ছিল বরপেটা। এই জোড়া কম্পনে অনশ্য কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

error: Content is protected !!