April 16, 2024
Breaking News

একদিকে করোনা অন্যদিকে ভুমিকম্প।

📝ইন্দ্রনীল দত্ত, শিলচর,আসাম,Todays Story: একদিকে করোনা। অন্যদিকে ভুমিকম্প। এই ডুয়েলে আসামের অবস্থা বুধবার আরও খারাপের পথে এগিয়ে গেল। আজ সকাল সাতটা ৫১ মিনিটে ৬.৪ রিখটার স্কেলে কেপে উঠল গোটা আসাম। ভুমিকম্প স্থায়ী ছিল প্রায় তিরিশ সেকেন্ড। উৎপত্তিস্থল তেজপুর। এমন বড় ভুমিকম্পে সবচেয়ে বড় ক্ষতি হয়েছে গুয়াহাটিতে। শিলচরেও বেশ কিছু জায়গায় বড়বড় ফ্ল্যাটগুলোর দেওয়ালে ফাটল ধরেছে। রাজ্যের বেশ কিছু জায়গায় জমিতে বড় ধরণের ফাটল দেখা দিয়েছে এবং সেই ফাটল দিয়ে অনবরত কাদা জল বেড়িয়ে আসছে। স্বস্তির খবর এই যে এত বড় ভুমিকম্প হওয়ার পর খবর লেখা পযন্ত হতাহতের কোনও খবর নেই। গুয়াহাটির এক ৮০ বছরের বৃদ্বা জানান, তার জীবনে এতো বড় ভুমিকম্প তিনি আর দেখেননি।

error: Content is protected !!