April 15, 2024
Breaking News

ইডির নজরে মানস ভুঁইয়া

📝 গুঞ্জন রায়চৌধুরী,কলকাতা -Todays Story: দীর্ঘদিন ধরে আইকোরের বিভিন্ন অনুষ্ঠানে অতিথি হিসাবে মঞ্চ আলোকিত করতেন মানস ভুঁইয়া। বেশকিছু অনুষ্ঠানে আইকোর সংস্থার পক্ষ সমর্থন করে তাদের হয়ে বক্তব্য রাখতেও দেখা গেছে তাকে। বর্তমানে তিনি সবং এ তৃণমূল কংগ্রেসের প্রার্থী।

তবে বিধানসভার ভোটপর্ব শেষ হওয়ার আগেই আইকোর চিটফান্ড কেলেঙ্কারিতে আজ সিবিআইয়ের তরফে নোটিশ পাঠানো হলো মানস ভূঁইয়াকে। যত দ্রুত সম্ভব সিজিও কমপ্লেক্সে তাকে হাজির হতে বলা হয়েছে। তদন্তকারী আধিকারিকদের ধারণা- তার সাথে সংস্থার কোন আর্থিক লেনদেন হয়েছে কিনা বা তাকে জিজ্ঞাসাবাদ করে একাধিক তথ্য পাওয়া যেতে পারে। আইকোর কান্ডে জেরায় এর আগেও বহু ব্যক্তি মানস ভুঁইয়ার নাম উল্লেখ করেছিলেন। তাই বিধানসভা ভোটের আগেই এবার ইডির নজর পড়লো মানস ভুঁইয়ার ওপর।

error: Content is protected !!