April 14, 2024
Breaking News

• ইন্ডাস্ট্রিতে নতুন জুটির আভির্ভাব

📝দীপাঞ্জন রায়, কলকাতা-Todays Story: সিলভার স্ক্রীন এ প্রথম বার জুটি বাঁধছেন সাহেব ভট্টাচার্য ও সৌরসেনী মৈত্র, পরিচালক মৃগাঙ্ক শেখর ঘোষের ছবিতে। ‘খুবসুরত’, ‘বীরে দি ওয়েডিং’-খ্যাত পরিচালক শশাঙ্ক ঘোষের ভাই মৃগাঙ্ক। তাঁকে অ্যাসিস্টও করেছেন। ছবির নাম এখনও চূড়ান্ত হয়নি, চিত্রনাট্যের কাজও বাকি। অক্টোবরে নাকি হবে ছবির লুক টেস্ট ।সব কিছু ঠিক থাকে থাকলে নভেম্বর থেকে শুটিং শুরু হতে পারে। এ ব্যাপারে সৌরসেনীকে প্রশ্ন করা হলে তিনি বললেন, ‘‘বিষয়টি এখনও প্রাথমিক স্তরেই রয়েছে। তাই এখনই কিছু বলতে চাই না এ নিয়ে।’’ অন্য দিকে সাহেব ভট্টাচার্যও বললেন, ‘‘ছবিটি নিয়ে এখনই কথা বলা বারণ।’’ মুম্বইয়ের একটি প্রযোজনা সংস্থা ছবিটি প্রোডিউস করবে বলেই খবর। শোনা যাচ্ছে, অপরাধজগৎ নিয়ে তৈরি হবে এই ছবি।তাই সাবজেক্ট যে ক্রাইম থ্রিলার সেটার ইঙ্গিত কোথাও না কোথাও পাওয়া যাচ্ছে বল্লেই চলে ।

error: Content is protected !!