April 20, 2024
Breaking News

করোনায় আক্রান্ত সুপারস্টার জিৎ

📝নিজস্ব সংবাদদাতা, Todays Story: ফের করোনার কবলে টলিউড ইন্ডাস্ট্রি। এবার মারণ ভাইরাসে আক্রান্ত সুপারস্টার জিৎ । মঙ্গলবার নিজেই টুইট করে দুঃসংবাদ জানান অভিনেতা। এদিন টুইটারে অভিনেতা লেখেন, “সকলকে জানাতে চাই আমি করোনা পজিটিভ। বাড়িতেই আইসোলেশনে রয়েছি। চিকিৎসকদের পরামর্শ মেনেই নিজের খেয়াল রাখছি। গত কয়েকদিনে যাঁরা আমার সংস্পর্শে এসেছেন, তাঁদের করোনা পরীক্ষা করিয়ে নেওয়ার অনুরোধ জানাচ্ছি। সাবধানে থাকবেন। শীঘ্রই দেখা হবে।” এমন খবর পাওয়ার পরই টুইট করে বন্ধু জিতের দ্রুত আরোগ্য কামনা করেছেন অভিনেতা আবির চট্টোপাধ্যায় । যিনি সম্প্রতি নিজেও করোনার কবলে পড়েছিলেন। এদিকে, করোনার ভয়াবহ পরিস্থিতিতে আগামী ২৩ এপ্রিল থেকে কিছুদিনের জন্য বন্ধ থাকছে পশ্চিমবঙ্গের একাধিক সিঙ্গল স্ক্রিন সিনেমা হল । কলকাতার নবীনা, প্রিয়া, মেনকা, জয়ার মতো প্রেক্ষাগৃহও সাময়িকভাবে বন্ধ থাকছে। ‘বসুশ্রী’ এবং ‘প্রিয়া’ সিনেমা হলও সেই পথে হাঁটবে কি না তা নিয়েও চিন্তাভাবনা শুরু হয়েছে।

error: Content is protected !!