February 26, 2024

কেমন আছেন মিঠুন চক্রবর্তী? জানালেন দেবশ্রী, নায়ককে দেখতে তড়িঘড়ি হাসপাতালে হাজির অভিনেত্রী

নিজস্ব সংবাদদাতা, Todays Story: আজ শনিবার জানা যায় গুরুতর অসুস্থ অভিনেতা মিঠুন চক্রবর্তী। ভোরবেলা তাঁকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করতে হয়েছে। কিছুক্ষণ আগের পাওয়া খবর অনুযায়ী অভিনেতাকে চিকিৎসার জন্য আইসিইউতে নিয়ে যাওয়া হয়। অভিনেতাকে দেখতে হাসপাতালে যান তাঁর সহকর্মী তথা অভিনেত্রী দেবশ্রী রায়।সকালে তাঁর শারীরিক অবস্থা অতি সঙ্কটজনক ছিল। হাসপাতাল সূত্রে খবর, শারীরিক অবস্থা অতি সঙ্কটজনক হওয়ায় আইসিইউতে ভর্তি করা হয়েছিল তাঁকে। ১২৮ নম্বর বেডে ভর্তি রয়েছেন তিনি। এমআরআই রিপোর্ট একিউট স্ট্রোক ধরা পড়েছে। স্নায়ুরোগ বিশেষজ্ঞ সঞ্জয় ভৌমিকের তত্ত্বাবধানে চিকিৎসাধীন তিনি। চিকিৎসক সঞ্জয় ভৌমিকের সঙ্গে চিকিৎসক দেবব্রত চক্রবর্তী চিকিৎসা করছেন। আপাতত হাসপাতালে রয়েছেন ৭৪ বছর বয়সী অভিনেতা।তবে তাঁর অবস্থা এখন কিছুটা স্থিতিশীল, তেমনটাই জানিয়েছনে দেবশ্রী রায়। মিঠুন কে দেখে বাইরে বেরিয়ে দেবশ্রী রায় বলেন, “যখন মিঠুন দার অসুস্থতার খবর পাই তখন অত্যন্ত শকিং লেগেছিল। উনি বর্তমানে ভাল আছেন। আমার সঙ্গে ওনার কথা হয়েছে। কোনও ভয়ের কারণ নেই। আজই ওনাকে কেবিনেটে স্থানান্তরিত করা হতে পারে।”

error: Content is protected !!