February 26, 2024

কোহলি কোথায়, কবে ফিরছেন দলে, জানেন না কোচ দ্রাবিড়!

নিজস্ব সংবাদদাতা, Todays Story: বিরাট কোহলি পরের রাজকোট টেস্টে দলে ফিরবেন? সেই নিয়ে জল্পনা শুরু হয়েছে। টেস্ট সিরিজ শুরুর আগেই কোহলি বোর্ডকে জানিয়ে দিয়েছিলেন, তিনি প্রথম দুটি টেস্টে খেলতে পারবেন না। সেইমতোই হায়দরাবাদ ও বিশাখাপত্তনমে তাঁকে দলে রাখা হয়নি।রাজকোট টেস্টে কি খেলতে পারবেন কোহলি? সেই নিয়ে ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড় সোমবার ম্যাচ শেষে জানিয়েছেন, ‘‘আমি ঠিক জানি না বিরাটের ব্যাপারে। আদৌ ওকে পরের টেস্টে পাব কিনা জানি না, আমার সঙ্গে ওর কথা হয়নি। এই বিষয়গুলি নির্বাচকরা জানেন, ওঁরাই বলতে পারবেন।’’কোহলি বোর্ডকে জানিয়েই ছুটিতে গিয়েছেন। অবশ্য কী কারণে তিনি ছুটি নিয়েছেন, বিরাট নিজেও কিছু বলেননি। এমনকী বোর্ডও জানায়নি পুরো বিষয়টি। ইতিমধ্যেই কোহলির আইপিএলের সতীর্থ এবি ডি’ভিলিয়ার্স সম্প্রতি বলেছেন, কোহলির ছুটি নেওয়ার আসল কারণ। বিরাট যে দ্বিতীয়বার বাবা হতে চলেছেন, সেই বিষয়টি সুনিশ্চিত করেছেন প্রোটিয়া তারকা।

error: Content is protected !!