April 16, 2024
Breaking News

গুরুতর অসুস্থ অমিতাভ বচ্চন!

নিজস্ব সংবাদদাতা, Todays Story: গুরুতর অসুস্থ অমিতাভ বচ্চন। তড়িঘড়ি তাঁকে মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি করা হল তাঁকে। চিকিৎসকের পরামর্শে অ্যাঞ্জিওপ্লাস্টি করতে হয়েছে বর্ষীয়ান অভিনেতার। সূত্রের খবর এই মুহূর্তে তাঁর অবস্থা স্থিতিশীল। শুক্রবার তাঁর শারীরিক অবস্থা জটিল হলে অবিলম্বে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। পরে অভিনেতার এক্স হ্যান্ডেলে থেকে একটি পোস্টে জানানো হয় “চিরকৃতজ্ঞ”! কার উদ্দেশ্যে এই শব্দগুলো তিনি ব্যবহার করেছেন তা আঁচ করা যায় অনায়াসেই। ১১ নভেম্বর ২০২২, মুক্তি পেয়েছিল “উঁচাই”! সেখানে অনুপম খের, বোমান ইরানি, ড্যানি ডেনজংপার সঙ্গে চুটিয়ে অভিনয় করেছিলেন তিনি। তিন জন প্রবীণ মানুষের স্বপ্নপূরণের গল্পে তিনি বলেছিলেন হার না মানার কথা। আজ এই শারীরিক পরিস্থিতিতে তাঁর জন্যে সেই একই প্রার্থনা করছেন অগণিত অনুরাগীরা। ইতিমধ্যেই “কল্কি ২৮৯৮এডি” ছবিতে অভিনেতার লুক প্রকাশ্যে এসেছে। সেখানে দীপিকা পাড়ুকোন, প্রভাস, কমল হাসান ও দিশা পাটানির সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন বলিউডের শাহেনশাহ। অন্যদিকে দক্ষিণী থালাইভা রজনীকান্তের সঙ্গেও একটি ছবির কাজ প্রায় শেষের দিকে তাঁর। শুটিং বন্ধ থাকবে কিনা তা জানা যাবে অভিনেতা হাসপাতাল থেকে ্থা স্থিতিশীল।

error: Content is protected !!