April 15, 2024
Breaking News

গ্রেফতার করা হল রাহুল গান্ধী কে, সঙ্গে প্রিয়ঙ্কাও

📝নিজস্ব সংবাদদাতা-Todays Story:গ্রেফতারের পর সাদা গাড়িতে করে রাহুল গাঁধী ও প্রিয়ঙ্কা গাঁধীকে নিয়ে যাওয়া হয় গেস্ট হাউসে। সঙ্গে রণদীপ সিং সুরজেওয়ালা-সহ অন্যান্য কংগ্রেস নেতা।। উত্তরপ্রদেশে হাথরসে ১৯ বছরের তরুণীর ওপর নারকীয় অত্যাচার ও পরে তাঁর মৃত্যুর ঘটনায় দেশজুড়ে আলোড়ন। রাহুল এবং প্রিয়ঙ্কার হাথরস যাওয়ার পথে বাধা দেয় পুলিশ। রাহুলকে ধাক্কা পুলিশের। পড়ে যান রাহুল গাঁধী। তাঁদের ঘিরে ফেলে পুলিশের বিশাল বাহিনী। উত্তরপ্রদেশে ঢোকার আগেই নয়ডার ডিএনডি সেতুতে প্রথমে পথ আটকায় পুলিশ। এরপর আবার যমুনানগরেও আটকানো হয় তাঁদের গাড়ি। শেষপর্যন্ত পায়ে হেঁটে হাথরসের উদ্দেশে রওনা দেন রাহুল এবং প্রিয়ঙ্কা। পরে তাঁদের গ্রেফতার করে উত্তরপ্রদেশ পুলিশ।

error: Content is protected !!