April 14, 2024
Breaking News

জন্মদিনে বাবার পাশে আলিয়া

📝বিশ্বজিৎ দাস-Todays Story:সুশান্ত সিং রাজপুত মাম’লার একেবারে কেন্দ্রবিন্দুতে অবস্থান করছেন মহেশ ভাট। সুশান্ত সিং রাজপুতের মাম’লায় অন্যতম সন্দে’হভাজন আরিয়া চক্রবর্তীর মেন্টর ছিলেন মহেশ ভাট। এমনকি রিয়া চক্রবর্তীর সঙ্গে মহেশ ভাটের বেশকিছু হোয়াটসঅ্যাপ চ্যাট প্রকাশ্যে আসার পর তাদের দুজনের সম্পর্ক নিয়ে কম জল ঘোলা হয়নি নেটিজেন মহলে।

নেটিজেনদের ক্ষো’ভের জেরে মহেশ ভাট পরিচালিত সিনেমা “সড়ক-২” কার্যত সড়কে এসে পতিত হয়েছে। তবে মহেশ কন্যা আলিয়া ভাট তার বাবার জন্মদিনে খোলা চিঠি লিখলেন ইনস্টাগ্রামে।এদিন ইনস্টাগ্রামে আলিয়া ভাট তার বাবা মহেশ ভাট কে মুসাফা বলে উল্লেখ করে লেখেন, “শুভ জন্মদিন আমার মুফাসা.. তুমি ভালো মানুষ! কোনওদিন অন্যকিছু বিশ্বাস করিনি”। এই পোষ্টের সঙ্গে বাবার দুটো ছবিও পোস্ট করেছেন আলিয়া।

error: Content is protected !!