May 22, 2024

জলমগ্ন দুবাই, ভারতীয়দের সেদেশে না যাওয়ার পরামর্শ দূতাবাসের

নিজস্ব সংবাদদাতা, Todays Story: অপ্রত্যাশিত বৃষ্টির জেরে বিপর্যস্ত দুবাই। এই পরিস্থিতিতে ভারতীয়দের সেদেশে বেড়াতে যেতে মানা করল সংযুক্ত আরব আমিরশাহির ভারতীয় দূতাবাস। এমনকি দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের মাধ্যমে ট্রানজিট না করারও পরামর্শ দেওয়া হয়েছে দূতাবাসের পক্ষ থেকে। এই নির্দেশের পরেই দুবাইয়ের সব বিমান বাতিল করেছে এয়ার ইন্ডিয়া।গত ২৪ ঘন্টার বৃষ্টিপাতে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে দুবাইয়ে। জানা গিয়েছে ১৯৪৯ সালের পর এই পরিমাণ বৃষ্টি আর কখনও হয়নি। এমনকি দুবাইয়ের আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, দেড় বছরে যে পরিমাণ বৃষ্টি হয়, সেই পরিমাণ বৃষ্টি হয়েছে মাত্র ২৪ ঘন্টায়।শুরুতে ঝড়-বৃষ্টি দেখে খুশি হয়েছিলেন দুবাইবাসী। কিন্তু সময় গড়াতেই তা ক্রমেই বিপদে পরিণত হয়। তার উপর মরু শহরের নিকাশি ব্যবস্থা খুব বেশি জোরদার না হওয়ায় জলে ডুবে গিয়েছিল সংযুক্ত আরব আমিরশাহি।

error: Content is protected !!