February 26, 2024

টি শার্টে সন্দেশখালি, স্লোগানের পর হুইসেল, বিধানসভা থেকে সাসপেন্ড শুভেন্দু-সহ ৬ বিধায়ক

নিজস্ব সংবাদদাতা, Todays Story: সন্দেশখালি ইস্যুতে ফের উত্তপ্ত বিধানসভা। শুভেন্দু-সহ ৬ বিজেপি বিধায়ককে সাসপেন্ড করল বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, এদিন ‘সন্দেশখালি সঙ্গে আছি’ লেখা টিশার্ট পরে বিধানসভায় গিয়েছিলেন বিজেপি বিধায়করা। যা নিয়ে আপত্তি তোলেন স্পিকার। তারপরই হই-হট্টগোল শুরু হয় বিধানসভায়। স্লোগান, হুইসেল বাজিয়ে বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা। এরপরই ওই ছয় বিধায়ককে সাসপেন্ড করেন স্পিকার। যে ছয় বিধায়ককে সাসপেন্ড করা হয়েছে, তাঁরা হলেন, শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পাল, বঙ্কিম ঘোষ, তাপসী মন্ডল, মিহির গোস্বামী এবং শঙ্কর ঘোষ। চলতি বছরের রাজ্য বাজেট অধিবেশনে আর অংশ নিতে পারবেন না তাঁরা।

error: Content is protected !!