April 16, 2024
Breaking News

দিল্লির আইটিসি গ্র্যান্ডে, চার হাত এক হল পুলকিত ও কৃতীর

নিজস্ব সংবাদদাতা, Todays Story: শুক্রবার সন্ধেতে রূপকথার সাক্ষী হয়ে রইল পুলকিত সম্রাট ও কৃতী খরবন্দার বিয়ে। দিল্লির আইটিসি গ্র্যান্ডে চার-হাত এক হয়েছে পুলকিত ও কৃতীর। গোলাপি লেহেঙ্গায় অনন্য দেখিয়েছে কৃতিকে। পুলকিত সেজেছিলেন সিগ্রিন শেরোয়ানিতে। ঘনিষ্ঠ মহল এবং গুটিকয়েক আত্মীয় পরিজনদের উপস্থিতিতে চার-হাত এক হয়েছে কৃতি এবং পুলকিতের। বিয়ের পরের দিন ইনস্টাগ্রামে নবদম্পতি বিয়ের ছবি শেয়ার করেছেন। লিখেছেন , ‘গভীর নীল আকাশ থেকে সকালের শিশির পর্যন্ত, নিচু থেকে উঁচুতে, সবখানে শুধু তুমিই।’

error: Content is protected !!