April 16, 2024
Breaking News

নক আউট ফুটবল টুর্নামেন্ট

📝 হরেন্দ্র কুমার,উত্তর দিনাজপুর- Todays Story:কালিয়াগঞ্জ ৪ নং বোচাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের পখুড়িয়া ময়দানে পাখুরুয়া পল্লী সেবা সংঘ ও তৃনমূল পাটির সহয়োগিতা নক আউট ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়। মোট আট টি টিম অংশ গ্রহন করেন। কালিয়াগঞ্জ, রায়গঞ্জ,বালুরঘাট থেকে ফুটবল খেলা অংশ গ্রহন করেন। এই ফুটবল টুর্নামেন্ট শুভ উদ্বোধন করে কালিয়াগঞ্জ বিধানসভার বিধায়ক তপন দেব সিংহ, জেলা পরিসদের কো মেন্টান অসিম ঘোষ, সমাজ সেবিবাপ্পা সরকার, খতেবুর রহমান, সুনিল সরকার সহ অনান্য।

error: Content is protected !!