April 20, 2024
Breaking News

নর্থইস্ট ইউনাইটেডের দুই ফুটবলার কোভিড পজিটিভ

📝নিজস্ব সংবাদদাতা-কলকাতা-Todays Story:শুক্রবার শুরু হচ্ছে সপ্তম আইএসএল। তার আগে করোনা থাবা সুপার লিগে। নর্থইস্ট ইউনাইটেডের দুই ফুটবলার কোভিড পজিটিভ। যদিও তাতে দলের প্রস্তুতিতে কোনও খামতি নেই।

২০ নভেম্বর থেকে শুরু হচ্ছে আইএসএল সিজন সেভেন। প্রথম ম্যাচে কেরালা ব্লাস্টার্সের মুখোমুখি হবে এটিকে মোহনবাগান। আর ২২ নভেম্বর, রবিবার আইএসএল অভিযান শুরু করছে নর্থইস্ট ইউনাইটেড এফসি। প্রতিপক্ষ মুম্বই সিটি এফসি। এদিকে প্রথম ম্যাচে নামার আগে নিয়মমতো কোভিড টেস্ট করতে গিয়ে নর্থইস্ট ইউনাইটেডের দুই ফুটবলারের রিপোর্ট পজিটিভ এসেছে।

যদিও কোন দুই ফুটবলার, তাদের নাম প্রকাশ করা হয়নি। আক্রান্ত দুই ফুটবলারকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। রাখা হয়েছে আলাদা হোটেলেও। তবে দুই ফুটবলারের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে। করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ হলেও শরীরে কোনও উপসর্গ নেই ওই দুই ফুটবলারের। এদিকে নর্থইস্ট ইউনাইটেড এফসি-র বাকি ফুটবলারদের করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। তাই স্বাস্থ্যবিধি মেনে তারা জৈব সুরক্ষা বলয়ে অনুশীলন করছে।

error: Content is protected !!