April 14, 2024
Breaking News

নায়িকাদের আসল বয়স জানেন কি?

📝রাহুল গুপ্ত,Todays Story:বিনোদন জগতের রুপোলি পর্দার নায়িকাদের বয়স জানা টা যেমন কঠিন ঠিক তেমনই তাদের বয়স বোঝাটাও দুর্বিসহ – চলুন আজ সেই বিনোদুনিয়ার খবর দি আপনাদের

১) ঋতুপর্ণা সেনগুপ্ত ঃ- ঋতুপর্ণা ভা’রতীয় বাংলা ফিল্মের একজন বিশিষ্ট অ’ভিনেত্রী। তিনি একাধিক বাংলা ও হিন্দি সিনেমা অ’ভিনয় ক’রেছেন। ঋতুপর্ণা সেনগুপ্ত ১৯৭১ সালের ৭ই নভেম্বর কলকাতায় জ’ন্মগ্রহণ করেন। তার বর্তমান বয়স ৪৯ বছর।

২) রচনা ব্যানার্জী ঃ- রচনা ব্যানার্জী বাংলা চলচ্চিত্র জগতের জনপ্রিয় অ’ভিনেত্রী। সাথে সাথে তিনি উড়িয়া ও হিন্দি সিনেমা’ও ক’রেছেন। রচনার জ’ন্ম ১৯৭৪ সালের ২রা অক্টোবর কলকাতায়। তার বর্তমান বয়স ৪৬ বছর।

৩) কোয়েল মল্লিক ঃ- সুপারস্টার জিতের বিপরিতে ‘নাটের গুরু’ ছবিতে অ’ভিনয়ের মাধ্যমে বাংলা চলচ্চিত্র জগতে আবির্ভাব ঘ’টে কোয়েল মল্লিকের। কোয়েলের জ’ন্ম ১৯৯২ সালের ২৮শে এপ্রিল। তার বর্তমান বয়স ৩৮ বছর।

৪) সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ঃ- সায়ন্তিকা তার ক’র্মজীবন শুরু করেন ‘নাচ ধুম মাচালে’ রিয়েলিটি শোয়ের মাধ্যমে। পরে ২০১২ সালে জিতের বিপরিতে ‘আওয়ারা’ ছবিতে তুমুল জনপ্রিয়তা পান তিনি। সায়ন্তিকার জ’ন্ম ১৯৯৬ সালের ১২ই আগস্ট। বর্তমানে তার বয়স ৩৪ বছর।

৫) শ্রাবন্তী চট্টোপাধ্যায় ঃ- টলিউডের ন্যাচারাল বিউটি বলে খ্যাত অ’ভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় ১৯৮৭ সালের ১৩ই আগস্ট কলকাতায় জ’ন্মগ্রহণ করেন। তার বর্তমান বয়স ৩৩ বছর।

error: Content is protected !!