April 20, 2024
Breaking News

প্রজাপতি সমাজে ফুটল পদ্ম

📝 গুঞ্জন রায়চৌধুরী -Todays Story: গতকাল দুপুর দুটোয় সেন্ট্রাল এভিনিউ এর মাহেশ্বরী সদনে অখিল ভারতীয় প্রজাপতি (কুম্ভকার) মহাসঙ্ঘের তরফে প্রজাপতি মিলন সমারোহের আয়োজন করা হয়েছিল; যেখানে প্রধান অতিথি ছিলেন পশ্চিমবঙ্গের পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়। প্রজাপতি সমাজ মানে সেই সমস্ত মানুষরা, যারা মাটি দিয়ে বিভিন্ন জিনিস গড়ার কারিগর। সারা ভারতজুড়ে এই সমাজের সদস্য আছেন প্রায় পাঁচ কোটিরও বেশি কুমোর।

গতকাল মাহেশ্বরী সদনে উপস্থিত ছিলেন কলকাতার কুমোরটুলি সংলগ্ন সমস্ত কুমোর সমাজের মানুষরা। যারা এতদিন ধরে ঘাসফুল শিবিরের হাত ধরেছিল; সেই ধরনের প্রায় 200 জন কুমোর গতকাল কৈলাস বিজয়বর্গীয়র হাত থেকেই মঞ্চে দাঁড়িয়ে বিজেপির পতাকা নিজ্দের হাতে তুলে নেন। মঞ্চে দাঁড়িয়ে কৈলাস বিজয়বর্গীয় বলেন-আমাদের দৈনন্দিন জীবনে ফুলদানি থেকে জলের গ্লাস ছোটখাটো অনেক সাজসজ্জার জিনিস সবকিছুই যাদের হাতে তৈরি হয়, সেই সমস্ত কারিগররা আজ বাংলায় পরিবর্তনের সঙ্গী। তাই আগামী দিনে সোনার বাংলা গড়ে তুলতে হলে এভাবেই বাংলার কারিগরদের সামনের দিকে এগিয়ে আসতে হবে।

error: Content is protected !!