April 15, 2024
Breaking News

প্রশাসন ও স্বেচ্ছাসেবী উদ্যোগে বাড়িতে ফেরালো ভবঘুরে মহিলাকে

📝শিব সংকর চ্যাটার্জী, দক্ষিণ দিনাজপুর-Todays Story:দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থানা চত্বরে আশ্রয় নেওয়া এক ভবঘুরে মুকবধির মহিলাকে বালুরঘাট থানার আইসির সহায়তায় বাড়িতে ফিরিয়ে দিতে উদ্যোগী হলেন সুরজ দাস নামে দক্ষিণ দিনাজপুর জেলার এক স্বেচ্ছাসেবী। জানা গেছে ওই ভবঘুরে যুবতী মহিলা হঠাৎ বালুরঘাট থানা চত্বরে এসে থাকতে শুরু করে। এরপর থেকে থানার পুলিশকর্মী, সিভিক ভলেন্টিয়াররাই ওই ভবঘুরে মহিলাকে দেখা শোনার ভার নিজের কাঁধে তুলে নেয়। কিন্তু ওই মহিলা মুকবধির হওয়ায় তার সাথে কথা বলতে সমস্যা সৃষ্টি হওয়ায়। পাশাপাশি ওই যুবতী ভবঘুরে মহিলার সম্মানহানির আশঙ্কা থেকে যাওয়ায় বালুরঘাট থানার আইসির সহায়তায় দক্ষিণ দিনাজপুর জেলার সুরজ দাস নামে ওই স্বেচ্ছাসেবী ওই মহিলা কে তার বাড়িতে ফেরাতে উদ্যোগ নিলো। ওই স্বেচ্ছাসেবী বালুরঘাট থানায় এসে ওই মহিলার দেখভাল করা পুলিশ কর্মীদের সাথে কথা বলেন পাশাপাশি আকারইঙ্গিতে ওই মহিলার সাথে কথা বলার চেষ্টা করেন। এক ভবঘুরে মহিলাকে বাড়ি পৌঁছে দিতে বালুরঘাট থানার আইসি তথা সুরজ দাসের উদ্যোগ সত্যিই প্রসংশনীয়।

error: Content is protected !!