April 14, 2024
Breaking News

বজরঙ্গ দলের বিক্ষোভ মিছিল মালদায়

📝দেবাশীষ পাল,মালদা- Todays Story:হিন্দু সম্প্রদায়ের বেশ কয়েকটি বাড়ি ভাঙচুর করা হয় বাংলাদেশে৷ শুধু তাই নয় সেই সঙ্গে হিন্দুদের উপর অত্যাচার করা হয় ও মন্দির ভাঙা হয়৷ যার রেশ এসে পড়ে ভারতে৷ এই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার মালদা শহর জুড়ে বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসন ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ এবং জেলাশাসকে একটি স্মারকলিপি জমা দিল মালদহ জেলা বজরঙ্গ দল।এদিন পুরাটুলি থেকে তাদের মিছিল শুরু হয় এবং মালদহ শহর পরিক্রমা করে জেলা প্রশাসন ভবনের সামনে বিক্ষোভে সামিল হয় সংগঠনের শতাধিক সদস্যরা। তারপর জেলা প্রশাসন ভবনে স্মারকলিপি জমা করেন। বাংলাদেশে হিন্দুদের সুরক্ষা সহ অভিযুক্তদের শাস্তির দাবিতে তাদের এই কর্মসূচি বলে জানান বজরঙ্গ দলের কর্তৃপক্ষরা।

প্রসঙ্গেত, কুরবানপুর গ্রামের বাসিন্দা ও পেশায় কিন্ডারগার্ডেন স্কুলের প্রধান শিক্ষক শংকর দেবনাথ ও আন্দিকূট গ্রামের বাসিন্দা অনীক ভৌমিক নামে দুই ব্যক্তি সোশ্যাল মিডিয়াতে একটি পোস্ট করেন।তাতে ফ্রান্সে দেখানো হওয়া হজরত মহম্মদের ব্যঙ্গচিত্রের সমর্থনে মন্তব্য করা হয়েছিল।ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর বক্তব্যকে সমর্থন করে সোশ্যাল মিডিয়াতে মন্তব্য করেছিলেন বাংলাদেশের কুমিল্লা জেলার দুই ব্যক্তি। এর জেরে ওই দুই ব্যক্তির বাড়ি-সহ হিন্দু সম্প্রদায়ের বেশ কয়েকটি বাড়ি ভাঙচুর করল একদল উত্তেজিত জনতা।

error: Content is protected !!