April 14, 2024
Breaking News

বাতিল সেনা নিয়ােগের পরীক্ষা

📝নিজস্ব সংবাদদাতা – Todays Story: দেশজুড়ে বাতিল হয়ে গেল সেনা নিয়ােগের পরীক্ষা। হােয়াটসঅ্যাপে প্রশ্নপত্র ফাঁস হওয়ার জেরেই এই সিদ্ধান্ত নিয়েছে সেনা মন্ত্রক। ইউনিট হেডকোয়ার্টারের বিভিন্ন পদে নিয়ােগ হওয়ার কথা ছিল এই পরীক্ষার মাধ্যমে। সেনার নজরে বিষয়টি আসার পর এই প্রশ্নপত্র ফাঁস হওয়ার পিছনে উঠে আসছে একটি রাকেটের নাম। এর পিছনে বড় কোনও চক্র জড়িয়ে থাকার সম্ভাবনা রয়েছে। সেটা খুঁজতেই পুণে পুলিশের সঙ্গে তদন্তে নেমেছে সেনা গােয়েন্দা।

error: Content is protected !!