February 26, 2024

বুর্জ খলিফায় প্রথম বাঙালি অভিনেতা যীশু সেনগুপ্ত, গর্বিত বঙ্গবাসী!

নিজস্ব সংবাদদাতা, Todays Story: দুবাইয়ের আইকনিক বুর্জ খলিফা। যেখানে প্রায়ই প্রদর্শিত হয় বলিউডের বাদশাহ্ শাহরুখ খানের ছবির ট্রেলার বা ভিডিও। তাঁর জন্মদিনে বিশেষ ভাবে সেজে ওঠে বুর্জ খলিফা। শুধু কিং খান কেন, একাধিক তারকার ছবি প্রদর্শিত হয়েছে সেখানে। এবার বাঙালিদের তিনি আরও উচ্চতায় নিয়ে গেলেন। ঐতিহ্যবাহী স্থাপত্যের চূড়ায় দেখা গেল ‘বেঙ্গল টাইগার্স’ দলের অধিনায়ক যীশুর মুখ। তাঁর সঙ্গেই দেখা গেল সলমন খান, সোহেল খান, সোনু সুদ, কিচ্চা সুদীপের মতো তারকাদের ঝলকও। প্রসঙ্গত, আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে ‘সেলিব্রিটি ক্রিকেট লিগ’। সেখানে বাংলা থেকে তৈরি হওয়া টিম ‘বেঙ্গল টাইগার্স’-এর অধিনায়ক যীশু। গতকাল, ২ ফেব্রুয়ারি, বুর্জ খলিফায় সেই টুর্নামেন্টের ‘কার্টেন রেইজার’ ছিল।

error: Content is protected !!