April 20, 2024
Breaking News

ভােটের মুখেই ISC-র প্র্যাক্টিক্যাল

📝নিজস্ব সংবাদদাতা – Todays Story: দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা-সূচি ঘােষণা করেছে আইএসসি ও আইসিএসই বাের্ড। আইএসসি, অর্থাৎ দ্বাদশ শ্রেণির লিখিত পরীক্ষা শুরু হচ্ছে ৫ মে, শেষ ১৬ জুন। প্র্যাক্টিক্যাল ৮ এপ্রিল ও ৯ এপ্রিল। আইসিএসই বাের্ডের দশম শ্রেণির লিখিত পরীক্ষা শুরু হচ্ছে ৫ মে। শেষ হচ্ছে ৭ জুন। প্রশ্ন উঠেছে, যে এলাকাগুলিতে ৬ এবং ১০ এপ্রিল ভােট, সেখানে কীভাবে ৮ এবং ৯ এপ্রিল প্র্যাক্টিক্যাল পরীক্ষা হবে? চিন্তায় শিক্ষক ও অভিভাবকরা।

error: Content is protected !!