April 15, 2024
Breaking News

মুক্তি পেল ‘তুফান’ এর টিজার

📝নিজস্ব সংবাদদাতা – Todays Story: মুক্তি পেল ‘তুফান’-এর টিজার আসছে ফারহান আখতারের নতুন সিনেমা ‘তুফান’। আজ, শুক্রবার মুক্তি পেল এই ছবির টিজার। একজন বক্সারের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে ফারহানকে। ছবিতে ফারহানের বিপরীতে অভিনয় করতে দেখা যাবে সুনাল ঠাকুরকে। আগামী ১২ মে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে এই ছবিটি। ইতিমধ্যেই এই ছবির টিজার দেখে মুগ্ধ হয়ে গিয়েছেন নেটিজেনরা।

error: Content is protected !!