February 26, 2024

রিমলেস চশমা, সাদা দাড়ি-যেন অবিকল নরেন্দ্র মোদী, প্রধানমন্ত্রীর জুতোয় পা গলালেন কোন অভিনেতা?

নিজস্ব সংবাদদাতা, Todays Story: ইয়ামি গৌতম অভিনীত নতুন ছবি ‘আর্টিকাল ৩৭০’ নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে হইচই। এর মধ্যেই কৌতূহল আরও বাড়িয়ে দিলেন বর্ষীয়ান অভিনেতা তথা ছোটপর্দার ‘রাম’ অরুণ গোভিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে তাঁকে। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে তাঁর ফার্স্ট লুক। রিমলেস চশমা, সাদা দাড়ি, নিখুঁত প্রস্থেটিক মেকআপে তাঁকে দেখে একটিবার চোখ কচলে নিতেই হয়।

error: Content is protected !!