April 14, 2024
Breaking News

শিশু শিবের আরাধনা

📝সঞ্চিতা ভৌমিক – Todays Story: বৃহস্পতিবার ছিল মহা শিবরাত্রি। এই পুন্য তিথিতে পশ্চিম বরিশা হাউসিং এসটেটে মহাদেবের পুজোর আয়োজন করা হয়। বাবার ভক্তরা মহা সমারোহে এই উৎসব পালন করেন। দুধ, ঘি, ফল, মিস্টি প্রভৃতি দিয়ে তাঁরা মহাদেবের পূজার্চনা করেন। এই অনুষ্ঠানে যোগ দেন বাংলা নাগরিক মঞ্চের সহকর্মীরা। যদিও তারা একটি সমাজসেবামূলক কাজও করেন। গতকাল বাংলা নাগরিক মঞ্চের সহকর্মীরা শিব রাত্রি উপলক্ষে দুস্থ মানুষদের বস্ত্র বিতরণ করেন। এবং ছোট ছোট বাচ্চাদের মুখে তুলে দিয়েছেন দুধ-বিস্কুট। এই এক অভিনব প্রচেষ্টায় তাদের পাশে ছিলেন বিজেপি যুব নেতা প্রীতম দত্ত।

error: Content is protected !!