April 15, 2024
Breaking News

শ্রদ্ধার্ঘ জ্ঞাপনে কলকাতা পুলিশ

📝নিজস্ব সংবাদদাতা – Todays Story: ১৮ মার্চ, যা কলকাতা পুলিশের খাতায় লেখা এক স্মরণীয় ও ঐতিহাসিক দিন। আজ থেকে সাঁইত্রিশ বছর আগে ঘটেছিল এক মর্মান্তিক ঘটনা। ১৯৮৪ সালে, আজকের এই দিনটিতে পোর্ট অঞ্চলে আইনশৃঙ্খলার গুরুতর সমস্যা হয়েছিল। যা সামলাতে গিয়ে দুষ্কৃতীদের হাতে খুন হয়েছিলেন বিনোদ মেহতা( আই পি এস), যিনি তখন ডি সি পোর্ট। এবং খুন হয়েছিলেন বিনোদ মেহতার দেহরক্ষী কনস্টেবল মোখতার আলি। সেই থেকে প্রতি বছর এই দিনটিতে ডিসি পোর্টের অফিসে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেন কলকাতা পুলিশের সহকর্মীরা। প্রয়াত এই দুই বীর সহকর্মীর প্রতি শ্রদ্ধার্ঘ জ্ঞাপনে মুলত এই অনুষ্ঠান। আজ এই শ্রদ্ধানুষ্ঠানে উপস্থিত থাকেন শ্রীমতী মেহতা এবং মোখতার আলির পরিবারের সদস্যরা। এছাড়াও ছাড়াও উপস্থিত ছিলেন নগরপাল শ্রী সৌমেন মিত্র ও কলকাতা পুলিশ বাহিনীর অন্যান্য সদস্যরা। প্রয়াত শহিদ বীরদের উদ্দেশ্যে একটাই বক্তব্য ‘ওঁদের আমরা ভুলিনি। ভোলা সম্ভবও নয় কখনও। তাঁদেরকে জানাই স্যালুট”।

error: Content is protected !!