April 14, 2024
Breaking News

সংকটজনক অবস্থায় জাকির হােসেন

📝নিজস্ব সংবাদদাতা – Todays Story: বােমাবাজিতে আক্রান্ত রাজ্যের শ্রমমন্ত্রী জাকির হােসেনের শারীরিক অবস্থা এখনও সংকটজনক। এসএসকেএম সূত্রে খবর, মন্ত্রীর একাধিক শারীরিক পরীক্ষা করানাে হয়েছে।।সেই সব পরীক্ষার রিপাের্ট আসার পর আরও কয়েকটি অস্ত্রোপচার করা হতে পারে। জাকির হােসেন ছাড়াও আরও ৩ জনের অবস্থা গুরুতর। তবে বাকি যাঁরা ভর্তি রয়েছেন, তাঁদের অবস্থা স্থিতিশীল। প্রসঙ্গত, কয়েকদিন আগে নিমতা স্টেশনে বােমার আঘাতে জখম হন জাকির হােসেন।

error: Content is protected !!