April 15, 2024
Breaking News

সাতপাকে বাঁধা পড়ছেন তারকা শুটার গগন নারাং

📝নিজস্ব সংবাদদাতা – Todays Story: সেই ২০০২ সাল থেকে বন্ধুত্ব। তারপর ধীরে ধীরে বেড়েছিল সম্পর্কের গভীরতা। এবার সেই প্রেমই বদলে যাচ্ছে পরিণয়ে। বিয়ে করতে চলেছেন অলিম্পিকে ব্রোঞ্জজয়ী তারকা শুটার গগন নারাং। পাত্রীও শুটারই। ২০১০ সালে কমনওয়েলথ গেমসে সোনা জয়ী তারকা অন্নু রাজ সিং।

২০১২ লন্ডন অলিম্পিকে দুই তারকাই অংশ নিয়েছিলেন। যেখানে ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে ব্রোঞ্জ জিতেছিলেন নারাং । শুটিংয়ের মঞ্চ থেকে বিদায় নেওয়ার পর এবার নতুন জীবন শুরুর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ৩৭ বছরের পিস্তল শুটার অন্নুর সঙ্গেই গাঁটছড়া বাঁধতে চলেছেন। চলতি মাসেই হায়দরাবাদে বিয়ের পিঁড়িতে বসছেন তাঁরা। যদিও ঠিক কোন তারিখে বিয়ে, তা এখনও জানা যায়নি।

error: Content is protected !!