April 20, 2024
Breaking News

হাসপাতালে ভর্তি মুকুল রায়! দেখতে গেলেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ

📝বিশ্বজিৎ দাস-Todays Story:গতকাল বিজেপির সর্বভারতীয় সভাপতি মুকুল রায় কে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।গতকাল গলব্লাডারে অপারেশন হয়। তিনি আপাতত ভাল আছেন।শুক্রবার তাঁকে দেখতে হাসপাতালে যান বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।জানা গিয়েছে, বুধবার হঠাৎই পেটে ব্যথা শুরু হয় মুকুল রায়ের। সঙ্গে সঙ্গে তাঁকে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সে দিনই হাসপাতালে ভর্তি হয়ে যান তিনি। এরপর বৃহস্পতিবার তাঁর গলব্লাডার অপারেশন হয়। হাসপাতালের তরফে জানানো হয়েছে, তাঁর অপারেশন সফল হয়েছে। তিনি এখন ভালো আছেন।জানা গিয়েছে, মুকুল রায়ের অসুস্থতার খবর পাওয়ার পর থেকে একাধিক কেন্দ্রীয় নেতা ফোনে তাঁর খোঁজ নিয়েছেন। দ্রুত আরোগ্য কামনা করেছেন তারা। হাসপাতালের বাইরে ভিড় জমিয়েছেন অনুগামীরা। সকলেরই প্রার্থনা, দ্রুত সুস্থ হয়ে উঠুন তাঁদের প্রিয় নেতা।

error: Content is protected !!