April 15, 2024
Breaking News

হোম আইসোলেশনে থাকার জায়গা নেই, বাড়ির বাথরুমে ঠাঁই করোনা আক্রান্ত যুবকের

📝সায়নী সরকার, ধূপগুড়ি,Todays Story: হোম আইসোলেশনে থাকার মত জায়গা নেই করোনা আক্রান্ত যুবকের। বাধ্য হয়ে বাড়ির বাথরুমে ঠাঁই নিতে হলো যুবককে। ধুপগুড়ি পুর এলাকার নয় নম্বর ওয়ার্ডের এমনি চিত্র ধরা পরল এদিন রবিবার। জানা যায় সেই যুবক একটি ঋণদানকারী সংস্থা কাজ করে। গত 6 তারিখ তার রিপোর্ট পজিটিভ আসে। বাড়িতে বয়স্ক মা বাবা থাকায়, পরিবারে সংক্রমণ ছড়িয়ে যাওয়ার ভয়ে আতঙ্কিত ওই যুবক বাড়ির বাথরুমে থাকতে শুরু করে। ছোট্ট ভাঙ্গা বাড়িতে আর কোথাও থাকার জায়গা নেই তাই বাধ্য হয়ে বাড়ির বাথরুম কেই আশ্রয়ের জন্য বেছে নেয় সে। পরিবার থেকে এলাকাবাসী সকলেই জানান দ্রুত সরকারি কোন সেফহোমে সেই যুবককে নিয়ে রাখা হোক। ওয়ার্ডের কাউন্সিলর জানিয়েছেন পরিবারের তরফ থেকে তাদের সাথে যোগাযোগ করা হয়নি। বিষয়টি জানতে পেরে খুব দ্রুত ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

error: Content is protected !!