April 16, 2024
Breaking News

১০ মিনিটে ১ লাখ! ‘ফ্রি’-তে নতুনদের সময় দেবেন না অনুরাগ কাশ্যপ

নিজস্ব সংবাদদাতা, Todays Story: সাম্প্রতিক কালে যেন বিতর্কেরই আরেক নাম হয়ে উঠেছেন অভিনেতা অনুরাগ কাশ্যপ। মাস কয়েক আগে বাংলা ছবির অবনতি নিয়ে মন্তব্য করে সমালোচিত হয়েছিলেন খুব। ফের বিতর্কিত মন্তব্য অনুরাগের। ইন্ডাস্ট্রির নতুনদের সঙ্গে দেখা করে সময় অপচয় হয়েছে, বিনা পয়সায় আর কারোর সঙ্গে দেখা করবেন না ‘গ্যাংস অফ ওয়াসিপুর’-এর পরিচালক। ইন্সটাগ্রামে একটি চাঁচাছোলা পোস্ট করেছেন অনুরাগ। বলিউড পরিচালক রীতিমতো বিরক্ত হয়ে ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন, বিগত কয়েক বছর নতুনদের সাহায্য করতে গিয়ে অনেক সময় অপচয় করেছেন তিনি। এবার আর বিনামূল্যে কারোর সঙ্গে দেখা করবেন না। ১০-১৫ মিনিট দেখা করতে হলে ১ লক্ষ টাকা দিতে হবে, আধ ঘণ্টা সময় চাইলে দিতে হবে ২ লক্ষ টাকা। এক ঘণ্টা হলে খরচ করতে হবে ৫ লক্ষ টাকা! পরিচালক আরও জানিয়েছেন, দেখা করার আগে আগাম টাকা দিতে হবে।

error: Content is protected !!