April 16, 2024
Breaking News

• দক্ষিণ দিনাজপুর আংশিক সময়ের (part time) শিক্ষকরা আন্দোলনে সামিল বালুরঘাটে

📝শিব সংকর চ্যাটার্জী, দক্ষিণ দিনাজপুর-Todays Story:পশ্চিমবঙ্গ রাজ্য আংশিক সময়ের বিদ্যালয় শিক্ষক সংগঠন এর দক্ষিণ দিনাজপুর জেলা শাখার পক্ষ থেকে এদিন বালুরঘাটে দক্ষিণ দিনাজপুর জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) দপ্তরে বিক্ষোভ দেখানো হয়। পাশাপাশি জেলা বিদ্যালয় পরিদর্শক (D.I.) স্মারকলিপি দেওয়া হয়।আংশিক সময়ের শিক্ষকদের স্থায়ীকরণ, সাম্মানিক ভাতা প্রদান, সংরক্ষণ এবং অবসরকালীন সময়ে এককালীন ভাতা প্রদানের দাবিতে সরব হন তারা।

আংশিক সময়ের বিদ্যালয় শিক্ষক সংগঠনের সদস্যরা জানান, দীর্ঘদিন ধরে তারা মাধ্যমিক স্তরে বিদ্যালয় পড়াচ্ছেন। কিন্তু তাদের প্রয়োজনীয় কাগজপত্র দেয়া হয়নি। এ কারণে তারা অনিশ্চয়তায় ভুগছেন। পাশাপাশি তাদের আরও অভিযোগ, করোনা সময়কালে কয়েক মাস স্কুল বন্ধ থাকায়, তারা বেতন (ভাতা) পাচ্ছেন না। এদিন জেলা বিদ্যালয় পরিদর্শক এর কাছে তারা স্থায়ীকরণ সহ বিভিন্ন দাবিতে স্মারকলিপি জমা দেন।

error: Content is protected !!