April 14, 2024
Breaking News

• নিম্নচাপের বৃষ্টিতে জলমগ্ন উত্তর দিনাজপুর

📝হরেন্দ্র কুমার,উত্তর দিনাজপুর-Todays Story: গত কয়েকদিনের নিম্নচাপের বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পৌরসভার বেশ কয়েকটি পুর এলাকা।এর মধ্যে অন্যতম শহরের ১৬ নম্বরে ওয়ার্ডের উত্তর চিলপাড়া। যেখানে দেখা যায় প্রায় ৩৫ টি পরিবার ঘর ছেড়ে এখন আশ্রয় নিয়েছে পৌরসভার ত্রাণ শিবিরে। যে ত্রাণ শিবিরে পৌরসভার পক্ষ থেকে নিয়মিতভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে যাতে সেই সমস্ত নাগরিকদের কোনো অসুবিধা না হয়।এদিন কালিয়াগঞ্জ পৌরসভার প্রসাশক কার্তিক চন্দ্র পাল নিজে সরজমিনে খতিয়ে দেখতে গিয়েছিলেন শহরের উত্তর চিড়াইপারার সেই জায়গায়। যেখানে তিনি প্রায় এক হাঁটু উপেক্ষা করে জলের তলায় যে সমস্ত বাড়িগুলো রয়েছে সেগুলো ঘুরে ঘুরে দেখেন। শুধু তাই নয় এখানকার স্থানীয় মানুষদের সাথে তিনি কথা বলেন তাদের সমস্যার কথা নিজে দাঁড়িয়ে থেকে জানেন। এছাড়া তিনি এ দিন যে সমস্ত পঁয়ত্রিশটি পরিবার পৌরসভার ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছে তাদের সাথে কথা বলেন প্রশাসক। কি কাদের কাছে জানতে চান তাদের কোনো অসুবিধা হচ্ছে কিনা ত্রাণকার্য তারা ঠিকঠাক পাচ্ছেন কিনা। পৌর প্রশাসক কার্তিক চন্দ্র পাল বলেন, নিম্নচাপের দরুন টানা বৃষ্টির ফলে শহরের কিছু জায়গায় জল জমে যায়। সেই জল সরানোর জন্য ইতিমধ্যে পৌরসভার পক্ষ থেকে তৎপরতা নেওয়া হয়েছে। যাতে পুজোর আগে এই এলাকাগুলো থেকে পুরোপুরিভাবে জল নেমে যায় তার জন্য তিনি যুদ্ধকালীন তৎপরতায় পৌরসভার কর্মীদের তিনি নির্দেশ দিয়েছেন। তিনি বলেন কালিয়াগঞ্জ শহরে নিকাশি ব্যবস্থা চাঙ্গা করার জন্য যে ড্রেনের কাজ চলছে তার ফলে কিছু কিছু জায়গায় সমস্যা হচ্ছে। কিন্তু এগুলো কাজ সম্পূর্ণ হয়ে গেলে অনেকটাই কালিয়াগঞ্জে নিকাশি ব্যবস্থা চাঙ্গা হয়ে উঠবে ।

error: Content is protected !!