May 18, 2024

গরমের দৌড়ে ফের শীর্ষে কলাইকুন্ডা, এক ডিগ্রি কমল কলকাতার পারদ

নিজস্ব সংবাদদাতা, Todays Story: পূর্ব মেদিনীপুরের দিঘায় বয়েছে কালবৈশাখী। কিন্তু রাজ্যের তাপের খেলায় শীর্ষস্থান ধরে রাখল পশ্চিম মেদিনীপুরের কলাইকুন্ডা। এদিনও ওই অঞ্চলের তাপমাত্রা রেকর্ড হল ৪৫.২ ডিগ্রি সেলসিয়াস। আলিপুরের সূত্র অনুযায়ী, এই নিয়ে টানা ৭২ ঘণ্টা রাজ্যের তাপের ইতিহাসে শীর্ষেই রইল পশ্চিম মেদিনীপুরের এই এলাকা। তবে কলকাতার পারদ এদিন সামান্য হলেও কমেছে। ৪৩ থেকে ৪২ হয়েছে তিলোত্তমা।এদিকে, স্বস্তির কালবৈশাখী উপকূলে। বুধবার বিকেলে হঠাৎ কালো করে আসে দিঘার আকাশ। খানিকক্ষণের ঝড়ে স্বস্তি ফিরেছে সৈকত শহরে। ঝড়ে জেরে বেশ কিছু এলাকায় গাছ ভেঙে পড়ার খবর পাওয়া গিয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঝড়ে ফলে আটকে পড়েন অনেক পর্যটক। বিপাকের মধ্যে পড়েন স্থানীয় ব্যবসায়ীরাও। দিঘার পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনেও ঝড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

error: Content is protected !!