April 14, 2024
Breaking News

CBI র নজরে অভিষেকের স্ত্রী ও শ্যালিকা

📝 নিজস্ব সংবাদদাতা -Todays Story: কয়লা কাণ্ডে বেআইনি আর্থিক লেনদেনের কারণে এবার সিবিআইয়ের নজরে পড়ল তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর রুজিরা বন্দ্যোপাধ্যায় এবং শ্যালিকী মেনকা গম্ভীর।

গতকাল অভিষেক পত্নী রুজিরার বাড়িতে চিঠি পাঠায় সিবিআই টিম। চিঠির উত্তরে আজ তিনি জানিয়েছেন যে আগামীকাল বেলা 11:00 থেকে 3:00 টের মধ্যে সিবিআই কর্তারা তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য আসতে পারেন। এর পাশাপাশি নোটিশ গিয়েছিল তার বোনের বাড়ীতেও। আজ সকালে আনন্দপুরে বাইপাস সংলগ্ন সেই আবাসনে যান 8 সদস্যের সিবিআই টিম। দীর্ঘক্ষন তাকে জেরা করা হয় এবং তারপরেই সামনে আসে চাঞ্চল্যকর সব তথ্য। সূত্রের দাবি -রুজিরার একাউন্ট থেকে প্রতি মাসেই টাকা যেত মেনকার একাউন্টে। দুজনের নামেই বিদেশে রয়েছে বেশকিছু একাউন্ট; এর মধ্যে দুটি থাইল্যান্ডে এবং একটি ইংল্যান্ডে। ভারতের একাউন্ট থেকে এই দুটি একাউণ্ট ছাড়াও অন্য আরও দুটি দেশের একাউন্টেও এইভাবে বেআইনি লেনদেন চলত বলেই দাবি করছেন সিবিআই কর্তারা।

error: Content is protected !!