April 15, 2024
Breaking News

•‘‌আই সাপোর্ট কঙ্গনা রানৌত’ সুরাটের শাড়িতে এখন নতুন ঝলক

📝নিজস্ব সংবাদদাতা-Todays Story:কঙ্গনাকে সমর্থন করা ও ব্যবসায় লাভও হল। এমনই এক উপায় বের করল সুরাটের শাড়ি ব্যবসায়ী ছোটুভাই ও রজত ডাবর। শাড়িতে ছাপানো হয়েছে কঙ্গনার ‘‌মনিকর্ণিকা’‌ অবতার। সঙ্গে লেখা ‘‌আই সাপোর্ট কঙ্গনা রানৌত’।‘ঝাঁসি কি রানি‌’‌, ‘‌আলিয়া সাপোর্টস্‌ দ্য পাওয়ার অফ উওম্যান’ এবং ‘‌উই স্যালিউট টু কঙ্গনা’‌। সঙ্গে ‌‌কঙ্গনার ‘‌মনিকর্ণিকা’‌ অবতার। লাল রঙ। পাড়টা সোনালি। কঙ্গনার পেছনে গণেশের মূর্তির ছবি। সব মিলিয়ে একেবারে জমকালো শাড়ি। ইতিমধ্যেই অনলাইনে প্রচুর অর্ডার এসে গিয়েছে বলে জানালেন ছোটুভাই ও রজত ডাবর। কেবল গুজরাট না। পুরো দেশে এই শাড়ির চাহিদা তৈরি হয়েছে। করোনা আবহে সমস্ত ব্যবসাই মন্দার মুখ দেখেছে। কিন্তু এমন আইডিয়া কারওর মাথায় আসলে তাঁর উন্নতি তো অবধারিত। তেমনটাই হল গুজরাটের ছোটুভাই ও রজত ডাবরের গল্পে। তাঁরা জানিয়েছেন, ‘‌কঙ্গনার বিরুদ্ধে যে অন্যায় করা হচ্ছে, তারই প্রতিবাদ হিসেবে এই শাড়িটি বানানো হয়েছে। এবং কঙ্গনা যেই অন্যায়ের বিরুদ্ধে একা লড়াই করছেন, তাকে সমর্থন করাও এর উদ্দেশ্য।’‌ স্বাভাবিকভাবেই অভিনেতা কঙ্গনা রানৌত অত্যন্ত খুশি হয়ে শাড়ির ছবিসমেত একটি পোস্ট শেয়ারও করেছেন। এখন অপেক্ষা, কবে তিনি এই শাড়িটি পরে দাঁড়াবেন!‌

error: Content is protected !!