April 16, 2024
Breaking News

• আসামে নির্মাণ সংস্থার শিবিরে ৫৫ জন পজিটিভ

📝ইন্দ্রনীল দত্ত,শিলচর,আসাম,-Todays Story:এবার করোনা ভাইরাসে আক্রান্ত হলেন ইস্ট ওয়েস্ট করিডোর নিমাণ সংস্থা সুশী এনফ্রা প্রতিষ্ঠানের প্রায় অর্ধশতাধিক শ্রমিক। এ নিয়ে নিমাণ সংস্থার অন্যান্য কমীদের মধে তীব্র আতংক ছড়িয়ে পড়েছে। আসামের ডিমা হাসাও জেলার হারাংগাজাও টু কাছাড় জেলার বালাছড়া মহাসড়ক নিমাণ কাজে নিয়োজিত রয়েছে হায়দরাবাদের সুশী ইনফ্রা। যেসব কমী আক্রান্ত হয়েছেন তারা পাহাড়ি জেলার হারাংগাজাওর অস্থায়ী শিবিরে থেকে কাজ করছিলেন।স্বাস্থ্য বিভাগের পরীক্ষায় এই ভয়ানক তথ্য সামনে এসেছে। জানা গেছে মোট ৫৫ জনের পজিটিভ ধরা পড়েছে।

error: Content is protected !!