April 14, 2024
Breaking News

বিদেশে আইপিএল, বোর্ডের শেষ বিকল্প হতে পারে

নিজস্ব সংবাদদাতাা, মালদা:এক বোর্ড কর্তা সংবাদসংস্থাকে সাক্ষাৎকার দিতে গিয়ে বলেছেন, ‘বোর্ড আইপিএল আয়োজন নিয়ে সব রকমের সম্ভাবনার পথই খোলা রাখছে। বিদেশে আইপিএল আয়োজন তেমনই একটা বিকল্প। তবে এটাও ঠিক যে, বিদেশে আইপিএল আয়োজন করাটা একেবারে শেষ বিকল্প। এর আগেও আইপিএল বিদেশে হয়েছে। ২০০৯ সালে লোকসভা ভোটের জন্য পুরো আইপিএল হয়েছিল দক্ষিণ আফ্রিকায়। ২০১৪ সালে সেই নির্বাচনের জন্যই আইপিএলের প্রথম পর্ব হয়েছিল আরব আমিরশাহিতে। কিন্তু এ বার করোনা ভাইরাসের প্রকোপে পুরো লিগই ভেস্তে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে।

যদিও বোর্ড যে কোনও মূল্যে ২০২০ সালে আইপিএল আয়োজনে মরিয়া। না হলে, প্রায় চার হাজার কোটি টাকা ক্ষতির সম্ভাবনা। এখন ১০ আইসিসির সভার দিকে তাকিয়ে বোর্ড। টি-টোয়েন্টি বিশ্বকাপের ভবিষ্যৎ দেখেই আইপিএল নিয়ে এগোতে চান বোর্ড কর্তারা। বিশ্বকাপ না হলে সেই সময় অর্থাৎ অক্টোবর-নভেম্বর মাসে আইপিএল করতে চায় বোর্ড।

error: Content is protected !!