May 22, 2024

VR কিট পরে গেম খেললেন প্রধানমন্ত্রী, মোদীর অন্য মুডের ভিডিও ভাইরাল

নিজস্ব সংবাদদাতা, Todays Story: দেশের প্রফেশনাল গেমারদের সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার তাঁদের সঙ্গে কথা বলার পাশাপাশি নিজের গেমিং স্কিলও দেখান প্রধানমন্ত্রী। এই সংক্রান্ত একটি ভিডিও প্রকাশ করা হয়েছে।জানা গিয়েছে অনিমেষ আগরওয়াল, মিথিলেশ পাটকর, পায়েল ধরে, নমন মথুর, গণেশ গঙ্গাধর সহ একাধিক গেমার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন। সাধারণ আলোচনার পাশাপাশি গেমিং ইন্ডাস্ট্রির সমস্যাগুলিও জানার চেষ্টা করেন প্রধানমন্ত্রী।প্রধানমন্ত্রীর সঙ্গে গেমারদের ওই সাক্ষাতের ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওয় দেখা গিয়েছে VR কিট লাগিয়ে অনলাইন গেম খেলছেন প্রধানমন্ত্রী। শুধু তাই নয়, মোবাইলের পাশাপাশি কম্পিউটারেও গেম খেলেন তিনি।

error: Content is protected !!