April 30, 2024
Breaking News

যাদবপুরের ক্যাম্পাসে রামনবমীর পুজো, অনুমতি প্রত্যাহার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের

নিজস্ব সংবাদদাতা, Todays Story: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে রামনবমীর পুজো হচ্ছে না। অনুমতি দিয়েও তা ফিরিয়ে নিয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বুধবার সকাল এগারোটা থেকে দুপুর দুটো পর্যন্ত ক্যাম্পাস চত্বরে রামনবমীর পুজো হওয়ার কথা ছিল। বহিরাগতদের প্রবেশও নিষিদ্ধ ছিল। মঙ্গলবার রাতে সেই অনুমতি প্রত্যাহার করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।রামনবমী পালনের অনুমতি চাওয়ার পর থেকেই আপত্তি জানান SFI। রেজিস্টারের কাছে একটি স্মারকলিপিও জমা দেয় তারা। এরপরই রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু সেই অনুমতি প্রত্যাহার করে নেন।অনুমতি প্রত্যাহার নিয়ে রেজিস্ট্রার বলেন, মূলত ৩টি কারণে এই অনুমতি প্রত্যাহার করেন। জানানো হয়েছে, যেসব পড়ুয়া আবেদন করেছিল, তাদের মধ্যে অনেকে এসে জানান, তাঁদের নাম অনুমতি ছাড়াই নেওয়া হয়েছে। দ্বিতীয়ত বিশ্ববিদ্যালয়ের কাছে রামনবমী পালন নিয়ে বেশ কিছু অভিযোগ এসেছে। আর উচ্চ শিক্ষা দফতরের কাছ থেকে চিঠি এসেছে, সেখানে বলা হয়েছে, মডেল কোড অফ কন্ডাক্ট লাগু হয়েছে। তা যেন ভাল ভাবে মানা হয়। সেই কথা মাথা রেখেই পুজোর অনুমতি প্রত্যাহার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

error: Content is protected !!