May 16, 2024

অপেক্ষা আরও বাড়ল, চাকরি বাতিল নিয়ে সুপ্রিম কোর্টের পরবর্তী শুনানি সোমবার

নিজস্ব সংবাদদাতা, Todays Story: সুপ্রিম কোর্টে আগামী সোমবার SSC মামলার পরবর্তী শুনানি। জানিয়ে দিল শীর্ষ আদালত। কলকাতা হাই কোর্ট রায়ে জানিয়েছিল, বাড়তি পদ তৈরি নিয়ে মন্ত্রিসভার বিরুদ্ধে তদন্ত করতে পারবে সিবিআই। সেই রায়ে স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট। সোমবার প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় জানিয়ে দেন, “প্য়ানেলের বাইরে নিয়োগ করা হয়েছে। এটা সম্পূর্ণ জালিয়াতি।”এসএসসির আইনজীবী রাকেশ দ্বিবেদী আদালতে প্রশ্ন করেন, ৮ হাজার জনের নিয়োগ বেআইনি হলেও ২৩ হাজার চাকরি কেন বাতিল? বিচারপতির পাল্টা প্রশ্ন, বেআইনি নিয়োগের অভিযোগ জানার পরেও কীভাবে সুপার নিউমেরিক পোস্টের অনুমোদন দেয় মন্ত্রিসভা। কেন বাড়তি পদ তৈরি হয়েছে বলেও প্রশ্ন আদালতের।

error: Content is protected !!