May 17, 2024

মঙ্গলেও তীব্র তাপপ্রবাহের মধ্যেও বৃষ্টি, ভিজবে কোন কোন জেলা ?

নিজস্ব সংবাদদাতা, Todays Story: তীব্র তাপপ্রবাহে জ্বলছে বাংলা । সকালবেলার দিকে থাকছে আর্দ্রতাজনিত অস্বস্তি । বেলা বাড়লেই শুকনো গরম । তাপপ্রবাহের তীব্রতা থাকছে বিকেল পর্যন্ত । সন্ধেবেলায় ফের গলদঘর্ম অবস্থা । বর্তমানে আবহাওয়ার পরিস্থিতি অনেকটা এরকমই । আলিপুর আবহাওয়া দফতর বলছে সোমবারই ছিল মরশুমের উষ্ণতম দিন । মঙ্গলবার সেই রেকর্ডও নাকি ভেঙে ফেলবে গরমের তীব্রতা । তবে রবিবার থেকেই স্বস্তির বৃষ্টি হবে রাজ্যজুড়ে|আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী পাঁচদিন একইরকম থাকবে আবহাওয়া । মঙ্গলবারও দক্ষিণের ৭ জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে । বাকি জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে । উত্তরবঙ্গের মালদহ ও দুই দিনাজপুরে তীব্র তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে । এদিন, ঝড়-বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ি জেলাতে।

error: Content is protected !!